স্পেনে জলবায়ু সম্মেলন কপ-২৫

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 14:00:55

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৫। দুই সপ্তাহের এই সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতা ও জলবায়ু কূটনৈতিকরা এখন মাদ্রিদের পথে। সম্মেলনটি নিয়ে সবার মাঝে জল্পনা কল্পনার শেষ নেই।

কপ-২৫ সম্মেলন নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, 'এ সম্মেলন থেকে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।' এদিকে দাতব্য সংগঠনটি সেভ দ্য চিলড্রেন থেকে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় কয়েক কোটি মানুষ ক্ষুধার সম্মুখীন হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন ও খরার ফলে প্রায় ৩৩ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে সেভ দ্যা চিলড্রেনের লান ভেল বলেন, 'জলবায়ু সংকট এরই মধ্যে দেখা দিয়েছে। মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। যার ফলে মানুষ মারা যাচ্ছে।’
 

কপ-২৫ সম্মেলনটি চিলিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির সরকারবিরোধী বিক্ষোভের ফলে তা ভেস্তে যায়। এরপর স্পেন সম্মেলনটি আয়োজন করতে এগিয়ে আসে। দুই সপ্তাহের এ আলোচনায় ২০০টি দেশের প্রধানসহ প্রায় ২৯ হাজার মানুষ অংশ নেবে বলে জানা গেছে।

সম্মেলনের আগে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ছবি: সংগৃহীত

সম্মেলনের আগে আন্তোনিও গুতেরেস বলেন, 'জলবায়ু সংকটের আসন্ন হুমকি মোকাবেলায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া খুব শিগগিরই জানাতে হবে। আমাদের কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে। এছাড়া খননের মাধ্যমে জ্বালানি আহরণ এখনই বন্ধ করতে হবে এবং প্রকৃতি বান্ধব সমাধান যেমন নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিশ্বের প্রায় প্রতিটি দেশই এখন প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে এবং চুক্তির শর্তাবলী অনুযায়ী সবাইকে ২০২০ সালের আগে নতুন জলবায়ু প্রতিশ্রুতি রাখতে হবে।'

এদিকে এ সম্মেলনটি যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছেন। ট্রাম্পের পরিবর্তে সম্মেলনটিতে যোগ দেবেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নান্সি পেলোসি।

এ সম্পর্কিত আরও খবর