প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দক্ষিণ সুদান সরকারের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 18:44:09

তিন বছরের জন্য প্রেসিডেন্টের মেয়াদ বাড়ানোর প্রস্তাব উত্থাপন করেছে দক্ষিণ সুদান সরকার।

বর্তমানে দেশটির প্রেসিডেন্ট সালভা কীরের মেয়াদ বাড়ানোর এই পদক্ষেপকে এরই মধ্যে অবৈধ বলে দাবি করে বিরোধী দল।

সংবিধান সংশোধন করে সংসদে একটি বিলের মাধ্যমে এই মাসের মধ্যেই প্রেসিডেন্টের মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়ানো হবে।

২০১১ সালের শেষের দিকে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী দেশটি।

এরপর ২০১৩ সাল থেকে ক্ষমতাসীন সালভা কিয়েরের সাথে সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের রাজনৈতিক মতবিরোধের কারণে দেশটিতে সহিংসতা শুরু হয়।

সেই থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ১০ হাজারেরও বেশি মানুষ। সহিংসতায় টিকতে না পেরে তিন লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে কীর ও মাচার সাক্ষাৎ করেন এবং একটি নতুন শান্তি চুক্তিতে সম্মত হন। কিন্তু তার পরপরই সরকারের এমন সিদ্ধান্ত দেশটিতে সহিংসতা আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর