মার্কিন নৌঘাঁটিতে হামলার নিন্দা সৌদি আরবের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 00:47:10

যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটিতে এক সৌদি নাগরিকের বন্দুক হামলাকে ‘বর্বর‘ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক টুইট বার্তায় জানিয়েছেন এ তথ্য।

সৌদি বাদশাহ একান্তভাবে শোকপ্রকাশ করেছেন বলে টুইট বার্তায় জানান ট্রাম্প। ট্রাম্প লিখেন, ‘সৌদি আরবের বাদশাহ সালমান এখন ফোন করে শোক প্রকাশ করেছেন এবং হামলায় হতাহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।’

ট্রাম্প আরও জানান, সৌদি বাদশাহ তাকে বলেছেন, এ ধরনের ‘বর্বর’ হামলায় ক্ষুব্ধ হয়েছে সৌদি আরবের জনগণ। ওই হামলাকারী কোনোভাবে যুক্তরাষ্ট্রের মঙ্গলকামনাকারী সৌদি আরবের জনগণের ইচ্ছাকে প্রতিফলন করে না।

এক পৃথক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করে ঘটনা তদন্তে তাদের পক্ষ থেকে পুরোপুরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটি চত্বরের ভেতরে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে এক দুর্বৃত্ত। এতে আহত হয় আটজন। নিরাপত্তা সদস্যদের গুলিতে নিহত হন ওই হামলাকারী।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলাকারী সৌদি আরবের বিমান বাহিনীর সদস্য। পেনসাকোলা নৌঘাঁটিতে প্রশিক্ষণরত ছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর