একই কাউন্টারে খাবার কিনতে পারবে সৌদি নারী-পুরুষ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 15:40:12

সৌদি আরবের রেস্তোঁরাগুলোতে এখন থেকে একই কাউন্টারে খাবার কিনতে পারবেন দেশটির নারী-পুরুষ।

রোববার (৮ ডিসেম্বর) সৌদি সরকার লিঙ্গ বিভাজন বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির সরকার থেকে বলা হয়েছে এখন থেকে রেস্তোঁরাগুলোতে বাধ্যতামূলক নারী পুরুষের জন্য আলাদা কাউন্টারের দরকার হবে না। তবে কোন রেস্তোঁরার মালিক যদি আলাদা কাউন্টারের ব্যবস্থা রাখে সেটা নিজস্ব। এক্ষেত্রে সৌদি সরকার হস্তক্ষেপ করবে না।

পূর্বে সৌদি আরবে রেস্তোঁরাগুলোতে নারী পুরুষের আলাদা কাউন্টার বাধ্যতামূলক ছিল।

দেশটি সামাজিক সংস্কারের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে, রাজকীয় এক ডিক্রির মাধ্যমে দেশটির সরকার নারীদের কোনও পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবে বলে অনুমতি দিয়েছিল। এরআগে নারী চালকদের ওপর কয়েক দশকের দীর্ঘ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছিলো দেশটির সরকার।

তবে নারীবাদীদের অভিযোগ দেশটিতে এখনো অনেক আইন আছে যেগুলো নারীদের জন্য বৈষম্যমূলক।

নারীবাদীরা অভিযোগ করে আরও বলেন, সৌদি সরকার সামাজিক সংস্কারের কথা বললেও বেশ কয়েকজন নারীবাদীকে গ্রেফতার করেছে।

এ সম্পর্কিত আরও খবর