রাজ্যসভাতেও পাস ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-26 01:16:35

ভারতের লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ভোটাভুটিতে বিলের পক্ষে পড়েছে ১২৫ ভোট, বিপক্ষে পড়েছে ১০৫টি। এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

রাজ্যসভায় ভোটাভুটির আগে বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না—তা নিয়েও ভোট হয়। মোট ১৪টি সংশোধনীর জন্য প্রস্তাব দিয়েছিলেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। তবে ভোটাভুটিতে সবগুলো প্রস্তাবই বাতিল হয়ে যায়।

গত সোমবার নিম্নকক্ষ লোকসভায় পাস হওয়ার পর বুধবার রাজ্যসভায় পাস হলো বিলটি। এটা নিয়ে রাজ্যসভায় ব্যাপক বিতর্ক হয় ক্ষমতাসীন দলও ও বিরোধী দলগুলোর সদস্যদের মধ্যে।

রাজ্যসভায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, লাখো মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সব শরণার্থীদের অধিকার দেওয়া হবে।

ভারতে বসবাসকারী মুসলিমদের আশঙ্কার কোনও কারণ নেই বলেও আশ্বাস দেন তিনি। অমিত শাহ বলেন, রাজনৈতিক উদ্দেশে এই বিল আনা হয়নি। আগের সরকার বিষয়টির যথাযথ মোকাবিলা করতে পারেনি।

এ সম্পর্কিত আরও খবর