অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা: সব আবেদন খারিজ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 10:51:30

অযোধ্যা মামলার রায়ের পুনর্বিবেচনায় বিভিন্ন পক্ষের ১৮টি আবেদন খারিজ করলেন ভারতীয় সুপ্রিম কোর্ট। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানির পর আবেদনগুলি খারিজ করে দেওয়া হয়। সব মিলিয়ে অযোধ্যা মামলায় ১৮টি পিটিশন জমা পড়েছিল।

প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলা ওঠে। বিষয়টি ‘ওপেন কোর্ট’ বা প্রকাশ‌্য আদালতে শুনানি হবে না বলে বিচারপতিরা ঠিক করেন। তবে বেশিরভাগ আবেদনেই প্রকাশ‌্য শুনানির আবেদন জানানো হয়েছিল।

১৮টি পিটিশনের মধ্যে মোট ন’টির প্রধান মামলাকারী আগে এই মামলার সঙ্গে যুক্ত ছিল। প্রথম এই বিষয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিল মুসলিম পক্ষই। হিন্দু পক্ষে প্রথম রিভিউ পিটিশন দায়ের করে হিন্দু মহাসভা।  

এ সম্পর্কিত আরও খবর