দেশ পরিচালনায় নারীরা নি:সন্দেহে পুরুষের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি বলেন, প্রতিটি দেশের পরিচালনায় বা নেতৃত্বে যদি নারীরা থাকতো তবে বিশ্বের মানুষের জীবনমান আরও উন্নত হতো। বিশ্ব আরও সুন্দর হতো।
সোমবার (১৬ ডিসেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বারাক ওবামা বলেন, আমি নারীদের জানাতে চাই আপনি নিখুঁত নন। তবে পুরুষের চেয়ে অনেক ভালো।
তিনি বলেন, আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে, নারীরা যদি দুই বছর বিশ্বের প্রতিটি দেশ পরিচালনা করে তবে বিশ্বের চেহারা পাল্টে যাবে। বিশ্বের মানুষের জীবনমান আরও উন্নত হবে। নাগরিকদেরকে তারা একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ উপহার দিতে পারবে।