পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ভবন ভাঙা হবে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:44:50

জাপানের হিরোশিমা শহরে ১৯৪৫ সালে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া দুইটি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তবে স্থানীয়রা এর সংরক্ষণ চাইছেন।

বিবিসি বলছে, এই ভবনদুটি ১৯১৩ সালে নির্মিত যা প্রথমে সামরিক পোশাক কারখানা হিসেবে ও পরে বিশ্ববিদ্যালয়ের আবাসন হিসেবে ব্যবহৃত হয়।

পারমাণবিক বোমায় হিরোশিমা আক্রান্তের পর এটি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়।

কমপক্ষে ৮০ হাজার মানুষ এই পারমাণবিক বোমায় মৃত্যুবরণ করে; এছাড়া ৩৫ হাজার মানুষ আহত হয়।

পারমাণবিক বোমায় ভবনের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতের দাগ এখনো বিদ্যমান। ভবনদুটি ভূমিকম্পের আঘাতে ভেঙে যেতে পারে এই আশঙ্কায় ভবনদুটো ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত হয়।

পারমাণবিক বোমার ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরতে দুইটি ভবনের সংরক্ষণ দাবি করছেন অনেকেই।   

এ সম্পর্কিত আরও খবর