পারভেজ মোশাররফের ফাঁসির আদেশ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ .কম | 2023-08-30 20:27:46

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে রাষ্ট্রের সঙ্গে উচ্চমাত্রার বিশ্বাসঘাতকতার দায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে ইসলামাবাদের এক বিশেষ আদালত। পাকিস্তানের ইতিহাসে কোনো সাবেক সামরিক প্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার এটিই প্রথম ঘটনা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চূড়ান্ত পর্যাযের যুক্তি-তর্ক শুনে তিন সদস্য বিশিষ্ট ওই আদালত এ আদেশ দেন।

তবে, মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে নিজের মত দেন একজন বিচারক। ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রায় প্রকাশিত হবে।

২০০৭ সালের ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করায় মোশাররফের বিরুদ্ধে করা মামলাটি ২০১৩ সালের ডিসেম্বর থেকে চলছিলো। নওয়াজ শরিফের সরকার তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলো। এ মামলায় ওই বছরের ডিসেম্বরই তাকে আটক করা হয়। ২০১৪ সালের ৩১ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। একই বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণাদি আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

তবে, আপিল বিভাগে মামলার বিরুদ্ধে মোশাররফের আবেদনের কারণে মামলাটি ঝুঁলে যায়। জামিনে মুক্তি পাবার পর ২০১৬ সালের মার্চে পাকিস্তান ছেড়ে যান তিনি। সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) মোশাররফ বর্তমামনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন।

এই মামলার বিচার কাজ করতে গিয়ে ছয়বার বিশেষ আদালতে পরিবর্তন আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর