দক্ষিণ-পশ্চিম চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে গুইঝো প্রদেশের গুয়াংলং খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাত খনি কর্মীকে নিরাপদে তুলে আনা হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে গুয়াংলং কয়লা খনিতে ২৩ শ্রমিক কাজ করছিলেন ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে গুইঝো প্রদেশের ওই খনিতে এখনও দু'জন আটকে রয়েছে।
অক্টোবরের পর থেকে চীনে পাঁচটি পৃথক খনি দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়।