‘মোদি আটককেন্দ্র তৈরিতে ৪৬ কোটি রুপি দিয়েছে’

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-04 14:50:39

নরেন্দ্র মোদির সরকার ভারতে আটককেন্দ্র তৈরি করতে ৪৬ কোটি রুপি বরাদ্দ দিয়েছে বলে দাবি করেছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কংগ্রেসের এ নেতা বলেন, অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই ভারতে আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে তরুণ গগৈ বলেন, ‘অনুপ্রবেশের দায়ে সাজা শেষ হওয়া বিদেশিদের রাখার জন্য প্রথম বন্দিশিবির নির্মাণের পরিকল্পনা নেয় বাজপেয়ীর সরকার। ক্ষমতায় আসার পর মোদিও তিন হাজার বন্দি ধারণক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম আটক কেন্দ্র তৈরির জন্য ৪৬ হাজার কোটি রুপি বরাদ্দ দেয়। এখন কীভাবে তিনি বলেন, দেশে আটক কেন্দ্র নেই?’

তার সরকারও উচ্চ আদালতের নির্দেশ সাজার মেয়াদ শেষ হওয়ার পর বিদেশিদের রাখার জন্য আটক কেন্দ্র নির্মাণ করেছিলো বলে জানান তরুণ গগৈ। ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনবার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি বলেন, ‘আসামের আটক কেন্দ্রে মুসলমানের চেয়ে হিন্দুদের সংখ্যা বেশি। কারা তাদের আটক করছে? বিজেপিই তাদের আটক করছে।’

কংগ্রেসের এ জ্যেষ্ঠ নেতা আরও জানান, ধর্মের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও আটক করা উচিত হবে না।

২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে এক নির্বাচনী সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ভারতে কোনো আটক কেন্দ্র নেই। আটক কেন্দ্র তৈরির খবরকে সরকারবিরোধীদের অপপ্রচার হিসেবে উল্লেখ করেন মোদি।

এ সম্পর্কিত আরও খবর