ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে ইরানের শীর্ষ জেনারেল কাসিম সোলেমানিসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবারের (৩ জানুয়ারি) এ হামলায় দু’টি গাড়িও বিধ্বস্ত হয়েছে। এছাড়া ইরাকি টেলিভিশনে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রচার করা হয়েছে।
ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, এ হামলায় তাদের শীর্ষ কর্মকর্তা কাসিম সোলেমানি নিহত হয়েছেন।
এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ইরান সংশ্লিষ্ট দু’টি লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। এ হামলাটিকে মধ্যপ্রাচ্যের জন্য একটি শক্তিশালী টার্নিং পয়েন্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইরাকি আধা সামরিক বাহিনী হাশদ শাবি জানিয়েছে, শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাঠে তাদের গাড়িতে রকেট হামলায় তার পাঁচ সদস্য এবং দু’জন ‘অতিথি’ মারা গেছেন।