ইরাককে ট্রাম্পের হুমকি

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:48:55

মার্কিন সেনা সদস্যদের ইরাক ছাড়তে বাধ্য করা হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ জানুয়ারি) ট্রাম্পকে বহনকারী প্লেন এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, যদি ইরাক জোরপূর্বক আমাদের সেনাদের সে দেশ ত্যাগ করতে বাধ্য করে তাহলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যা তারা আগে কখনো দেখেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরাকে আমাদের একটি ব্যয়বহুল বিমান ঘাঁটি রয়েছে। যা করতে আমাদের বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা এর বিনিময়ে অর্থ প্রদান না করলে আমরা সেখান থেকে যাবো না।

ইরাকি পার্লামেন্টে বিদেশি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস হওয়ার পরেই ট্রাম্প এমন বক্তব্য দিলেন।

বর্তমানে ইরাকে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা সদস্য রয়েছে। যারা আন্তর্জাতিক জোটের অংশ। জঙ্গি সংগঠন আইএস নিধনে জোটটি কাজ করে।

ইরাকের বাগদাদে ইরানের দ্বিতীয় শীর্ষ নেতা কাসিম সোলাইমানি হত্যাকাণ্ডের পর বিদেশি সেনা নিয়ে অসন্তোষ জানায় ইরাকি পার্লামেন্ট। যার প্রেক্ষিতে রোববার আন্তর্জাতিক জোটের কার্যক্রম বন্ধ ও বিদেশি সেনা ছাড়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে ইরাকি পার্লামেন্ট।

আরও পড়ুন: মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত ইরাকি সংসদে

এ সম্পর্কিত আরও খবর