মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত ইরাকি সংসদে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইরাকে মার্কিন ঘাঁটি

ইরাকে মার্কিন ঘাঁটি

ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার করতে ইরাকের সংসদে একটি প্রস্তাব পাস করেছেন সংসদ সদস্যরা। দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজার সেনা মোতায়েন রয়েছে।

গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দুই দিনের মাথায় রোববার (৫ জানুয়ারি) এ প্রস্তাব পাস হলো বাগদাদের সংসদে।

বিজ্ঞাপন

রোববার ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে বিদেশি সামরিক উপস্থিতি বন্ধ করার আহ্বান জানানোর পর প্রস্তাবটি পাস হয়।

মার্কিন ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানির মৃত্যুর পর তার মরদেহ ইরানে পাঠানোর আগে হাজার হাজার ইরাকি নিজ দেশে তার জানাজায় অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন