ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান বন্ধ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 06:03:16

নিজেদের সুরক্ষা করার কথা চিন্তা করে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরোধী অভিযান বন্ধ করে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। রোববার (৫ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

মার্কিন সামরিক বাহিনীর বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস।

এক বিবৃতিতে মার্কিন কমান্ড থেকে জানানো হয়, ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলার কারণে আমরা আমাদের কার্যক্রমগুলো স্থগিত করেছি। সর্বশেষ কয়েকদিনের হামলায় আমাদের এক মার্কিন কন্ট্রাক্টর নিহত হয়েছে। তবে সামনের দিকে আবার অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা ইরাক সরকার এবং ইরাকি জনগণের অংশীদার হিসেবে দৃঢ় সংকল্পবদ্ধ স্থানে রয়েছি। তারা আইএসকে পরাস্ত করতে আমাদের সহায়তা করেছে এবং নিজ দেশে আমাদের স্বাগত জানিয়েছে।

এছাড়া ইসলামিক স্টেটের (আইএস) আরবি নামটি ব্যবহার করে বিবৃতিতে আরও বলা হয়, আমরা দায়েশের চিরস্থায়ী পরাজয় নিশ্চিত করার জন্য আমাদের সম্পূর্ণ মনোযোগ এবং প্রচেষ্টা ফিরিয়ে দিতে প্রস্তুত রয়েছি।

শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের দ্বিতীয় শীর্ষ নেতা ও কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি নিহতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলো মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড। সোলাইমানি নিহত হবার পর থেকে ইরাকে মার্কিন দূতাবাসের নিকট হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে হামলার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বর্তমানে ইরাকে ৫ হাজার ২০০ ও সিরিয়ায় প্রায় একশর মত মার্কিন সেনা রয়েছে। যারা আন্তর্জাতিক জোটের অংশ। জঙ্গি সংগঠন আইএস নিধনে জোটটি কাজ করে। এছাড়া সেখানে সন্ত্রাস বিরোধী স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক জোট।

এ বিষয়ে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিকট ইস্ট পলিসির সিনিয়র ফেলো মাইকেল নাইটস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে আইএস'র বিরুদ্ধে লড়াই উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর চাপে প্লেন হামলা ও ভূপৃষ্ঠ দিয়ে অভিযান বন্ধ করে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। 

এ সম্পর্কিত আরও খবর