ওমানের নতুন সুলতান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন হাইথাম বিন তারিক। তিনি সদ্যপ্রয়াত সুলতান কাবুস আল সাইদের চাচাতো ভাই।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
হাইথাম বিন তারিক ওমানের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ওমানের রাজপরিবার তাকে মনোনীত করেছেন।
তবে রাজপরিবার থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
ওমানের সংবিধান অনুযায়ী সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যে রাজপরিবার থেকে কেউ একজনকে মনোনীত করে দায়িত্ব দিতে হবে। আর সুলতান হতে হলে, তাকে অবশ্যই মুসলিম হতে হবে। এছাড়া যুক্তিবাদী ও ওমানি মুসলিম বাবা-মায়ের বৈধ সন্তান হতে হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) ওমানের সাবেক সুলতান কাবুস আল সাইদ মারা যায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। দেশের নিরপেক্ষতা বজায় রেখে মধ্য প্রাচ্যের দীর্ঘতম শাসক ছিলেন তিনি।
আরও পড়ুন: মারা গেছেন ওমানের সুলতান কাবুস