মারা গেছেন ওমানের সুলতান কাবুস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওমানের সুলতান কাবুস, ছবি:সংগৃহীত

ওমানের সুলতান কাবুস, ছবি:সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন। শুক্রবার (১০ জানুয়রি) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি মারা যান। আর শনিবার ভোরে এ খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তবে কি কারণে তিনি মারা গেছেন তা জানায়নি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিজ্ঞাপন

কাবুসের মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। এছাড়া ৪০ দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

১৯৭০ সাল থেকে ওমানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কাবুস। তার মৃত্যুর পর কে ওমানের সিংহাসনে বসবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। কারণ তার কোনো সন্তান নেই। তার নিকট আত্মীয়রা ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের বিষয়ে সিদ্ধান্ত না নিতে পারলে দেশটির সামরিক, নিরাপত্তা বাহিনী, সুপ্রিম কোর্টের প্রধানরা নতুন সুলতানের নাম ঘোষণা করবেন।

বিজ্ঞাপন