মোশাররফের মৃত্যুদণ্ড রায় বাতিল

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 21:03:52

রাষ্ট্রের সঙ্গে করা বিশ্বাসঘাতকতা মামলায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ রায় বাতিল করেছে লাহোরের হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) বিশেষ আদালতের রায়কে প্রত্যাহার করে নেয় লাহোরের আদালতটি।

আদালত মোশাররফের বিচারের আইনি প্রক্রিয়াটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন।

এ বিষয়ে এক প্রসিকিউটর বলেন, এই সিদ্ধান্তের ফলে মোশাররফ মুক্ত হিসেবে গণ্য হল।

আরও পড়ুন: পারভেজ মোশাররফের ফাঁসির আদেশ

দেশটির সরকারি প্রসিকিউটর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি কে বলেন, অভিযোগ দায়ের, আদালতের গঠনতন্ত্র, প্রসিকিউশন দলের নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। সর্বোপরি পুরো আদেশই বাতিল করে দিয়েছে লাহোর হাইকোর্ট।

গত ডিসেম্বরে রায়ের বিরুদ্ধে জেনারেল মোশাররফ বিশেষ আদালত গঠনের পক্ষে পিটিশন দাখিল করে। আর মৃত্যুদণ্ড ঘোষণার পর পাকিস্তান সেনাবাহিনী অসন্তোষ প্রকাশ করে একটি বিবৃতি দেয়।

২০০৭ সালের ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করায় মোশাররফের বিরুদ্ধে মামলা করে নওয়াজ সরকার।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে গত ১৭ ডিসেম্বর ইসলামাবাদের বিশেষ আদালতটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মোশারফকে দোষী সাব্যস্ত করে এবং দেশটির সংবিধানের ৬নং অনুচ্ছেদে মৃত্যুদণ্ড দেয়।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মোশাররফের পিটিশন

এ সম্পর্কিত আরও খবর