ট্রাম্পের অভিশংসন ইস্যুতে সিনেটে ভোটাভুটি বুধবার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 08:14:29

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের ইমপিচমেন্ট ইস্যুতে যাবতীয় তথ্য প্রমাণ সিনেটে হস্তান্তর করবেন।

এরই ধারাবাহিকতায় সিনেটে ট্রাম্পের ইমপিচমেন্ট ইস্যুতে বুধবার (১৫ জানুয়ারি) ভোটাভুটি হতে যাচ্ছে।

সিনেটের কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

একই দিন পেলোসি আইনবিদদের (যারা ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে মামলাটি চালাবেন) নাম ঘোষণা করবেন।

মার্কিন আইনসভার (কংগ্রেস) দুইটি কক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম সিনেট (সদস্য – ১০০)। নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটেটিভস, (সদস্য –৪৩৫)। গেল বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায় ডেমোক্র্যাটরা। অর্থাৎ 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভস'র নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। তবে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণে আছে ট্রাম্প প্রশাসনের রিপাবলিকান দল।

এরই প্রেক্ষিতে ৩১ অক্টোবর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অর্থাৎ নিম্নকক্ষে। যেখানে ২৩২ সদস্য ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে এবং ১৯৬ সদস্য বিপক্ষে ভোট দেন। এতে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচের শুনানি ও তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে করা ইমপিচমেন্টের তদন্তের দেখভাল করছেন মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসি।

এ সম্পর্কিত আরও খবর