চেক প্রজাতন্ত্রে অগ্নিকাণ্ডে নিহত ৮

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 02:35:20

চেক প্রজাতন্ত্রে একটি প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রে আগুন লেগে ৮ জন মারা গেছেন। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার (১৯ জানুয়ারি) দেশটির পশ্চিমের শহর ভেজপ্রটিতে এই ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র ভোলেনিক জানান, জার্মান সীমান্তবর্তী ভেজপ্রটি শহরে স্থানীয় সময় ভোর ৪টা ৪৯ মিনিটে আগুন লাগার খবর পায়। এছাড়া দুর্ঘটনাস্থলে দুটি জার্মানি অ্যাম্বুলেন্সসহ মোট সাতটি অ্যাম্বুলেন্স ছিলো।

তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়েনি, তবে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে ছিল না।

শহরটির স্থানীয় সরকারি কর্মকর্তারা জানায়, এই ঘটনায় দেশটির উদ্ধারকর্মীদের সঙ্গে জার্মানরাও কাজ করেছে। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে।

তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম লিডোভো নভিনি অনুযায়ী, ১৯৯০ সালের পর এটি চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় মারাত্মক অগ্নিকাণ্ড। এর আগে ২০০০ সালে দেশটির প্রাগে আরেকটি অগ্নিকাণ্ডের গৃহহীন নয় জন মারা গিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর