চীনে দ্রুত ছড়িয়ে পড়ছে রহস্যময় করোনা ভাইরাস। এই ভাইরাসে অন্তত চার ৪ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ স্বীকার করছে যে, এটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। এটা অনেকটা ছোঁয়াচে আকার ধারণ করছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এটি অনেকটা নিউমোনিয়ার মতো একটি রোগ। এই ব্যক্তি উহান প্রদেশে বাস করতেন, যেখানে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। চীনের বেইজিং এবং সাংহাইসহ দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০ ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্যসংস্থা এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সোয়াইন ফ্লু এবং ইবোলার মতো জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে বিবেচনা করছে। সংস্থাটি এ কারণে বুধবার একটি বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার প্রথমবার নিশ্চিত করেছে যে, এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। দেশটির গুয়াংডং প্রদেশে দুই ব্যক্তি এভাবে আক্রান্ত হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে উহান মিউনিসিপাল হেলথ কমিশন বলছে, কমপক্ষে ১৫ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ভাইরাসটি গত বছর চীনের জনবহুল শহর উহানে সনাক্ত করা হয়। বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে ২১৮ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে।
চীনের বাইরেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। থাইল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়াতেও এই ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে।