ইন্টারপোলের সাবেক প্রধানকে সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২ | 2023-08-25 05:23:47

ইন্টারপোলের সাবেক প্রধান কর্মকর্তাকে ঘুষ লেন-দেনের অভিযোগে সাড়ে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির আদালত এ রায় দেয় বলে বিবিসি জানিয়েছে।

মেং হংওয়েই, যিনি চীনে ইন্টারপোলের প্রধান ছিলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি ফ্রান্স থেকে দেশে ফিরে নিখোঁজ হন।

যদিও পরে চীনা কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং এর দুর্নীতি বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মেং দুই মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ স্বীকার করেন।

৫৬ বছর বয়সী মেং-কে তিয়ানজিন এর আদালত তাকে দুই মিলিয়ন ইউয়ান জরিমানা করে। আদালত এক বিবৃতিতে জানায় মেং তার রায়ের বিপরীতে আপিল করতে পারবেন না।

২০২০ সাল পর্যন্ত ইন্টারপোলে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু এর আগেই তাকে ইন্টারপোল থেকে পদত্যাগ করতে হয়।

এ সম্পর্কিত আরও খবর