সড়কে জরুরি অবতরণ করল ইরানের যাত্রীবাহী একটি প্লেন। সোমবার (২৭ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মাহশারে এ ঘটনাটি ঘটে।
১৩৫ জন যাত্রী নিয়ে কাশপিয়ান এয়ারলাইন্সের প্লেনটি রাজধানী তেহরান থেকে ছেড়ে আসে। তবে এখনো এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাইলট দেরিতে প্লেনটি অবতরণ করিয়েছিলেন এবং এ কারণে প্লেনটি রানওয়ে অতিক্রম করেছে।
ওই ফ্লাইটে থাকা এক সাংবাদিক যাত্রী জানান, প্লেনটির পেছনের চাকা ভেঙে গিয়েছিল। এজন্য এটি চাকা ছাড়াই পিছলে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ নিহত হননি।
দুর্ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্লেনটি ঠিক মহাসড়কের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে।
ইরানের সিভিল এভিয়েশনের মুখপাত্র রেজা জাফরজাদে একটি গণমাধ্যমকে জানান, প্লেনটি সোমবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রানওয়ে থেকে ছিটকে যায়। এর কারণ জানতে তারা বিষয়টি তদন্ত করছেন।
ইরানের সিভিল এভিয়েশন খাতের নিরাপত্তার রেকর্ড খুবই নিম্নমানের। গেল বছরের ফেব্রুয়ারিতে আরেকটি প্লেন দুর্ঘটনায় ৬৬ জন যাত্রী নিহত হন। ২০১১ সালে ইরান এয়ারের আরেকটি প্লেন ভেঙে দুই টুকরো হয়ে কয়েক ডজন মানুষ নিহত হন।