জ্যামাইকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 16:01:50

ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকা উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ক্যামেন দ্বীপ অঞ্চলে প্রায় ১০ কি.মি. গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ভূমিকম্পে ক্যারিবীয় অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে ঘর-বাড়িগুলো কাঁপতে থাকে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কিছু কার্যালয় অস্থায়ীভাবে মিয়ামি এবং জ্যামাইকায় সরিয়ে নেওয়া হয়।

 উৎসস্থলে ভূমিকম্পের প্রকৃতি /ছবি: সিএনএন

ভূমিকম্পের উৎসস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।

জ্যামাইকার লুসিয়া থেকে ১২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎসস্থল ছিল। উৎসস্থলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। প্রায় ৭০৮ কিলোমিটার জুড়ে ভূমিকম্প অনুভূত হয়।

এ সম্পর্কিত আরও খবর