ইরানের হামলায় মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত অর্ধশত মার্কিন সেনা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:12:08

সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় অন্তত অর্ধশত মার্কিন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরি-টিবিআই-তে (মস্তিষ্কে আঘাত) আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে খবর প্রকাশ করেছে সিএনএন।

পেন্টাগনের মুখপাত্র কর্নেল থমাস ক্যাম্পবেল বিবৃতিতে জানান, টিবিআই-তে আক্রান্ত ৩১ সেনা ইরাকে চিকিৎসা শেষে কাজে ফিরেছেন।

পেন্টাগন এর আগে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত সেনাদের যে সংখ্যা প্রকাশ করে বিবৃতি দিয়েছিল তার এক সপ্তাহ যেতে না যেতেই পুনরায় সংখ্যা বাড়িয়ে বিবৃতি দেওয়া হলো।

কর্মকর্তারা সিএনএনকে জানান, এর সংখ্যা বাড়তে পারে। প্রায় দুইশত সেনা হামলাস্থলে ছিলেন, যাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চলতি মাসের শুরুর দিকে ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসিম সোলাইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে হত্যা করা হয়। এর প্রতিশোধ হিসেবে ৮ জানুয়ারি সকালে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে হতাহতের কথা অস্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ সম্পর্কিত আরও খবর