আফ্রিকায় চীন, সেনেগালে জিনপিং

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 03:56:16

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে আফ্রিকার সেনেগালে পৌঁছেছেন। রাজধানী ডাকারে সেনেগালের প্রেসিডেন্ট মাকি সাল শনিবার (২১ জুলাই) বিপুল সংবর্ধনার মাধ্যমে জিনপিংকে স্বাগত জানান।

এ সফরে চীনা লৌহমানব যথাক্রমে রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা ও মরিশাসেও পা রাখবেন। সেনেগালের প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে তৃতীয়বারের মত বৈঠক করবেন চীনের শি জিনপিং।

দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার বৈঠকে বেশ কিছু ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি সাক্ষর হবে বলে জানা গেছে।

চীন সম্প্রতি তার বাণিজ্য অঞ্চল সম্প্রসারণ করতে আফ্রিকার দিকে নজর দিয়েছে। প্রথমবারের মত চীনের প্রেসিডেন্ট হিসেবে এই সফরে রুয়ান্ডায় যাবেন শি জিনপিং।

সম্প্রতি চীনের বাণিজ্যিক অঞ্চল আফ্রিকায় সম্প্রসারিত করতে চেষ্টা করছে শি জিনপিং সরকার। সেনেগালে বিনিয়োগের ক্ষেত্রে ফ্রান্সের পরেই চীন চলে আসছে।

এ বছরের মার্চে সেনেগালে নিযুক্ত চৈনিক রাষ্ট্রদূত ঝ্যাং ঝুন বলেছিলেন, জীন ২০১৭ সালে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সেনেগালে বিনিয়োগ করেছে।

চীন কর্তৃক আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ বিনিয়োগ ও ঋণ দেয়ার মধ্যে সূক্ষ্ম রাজনীতি রয়েছে বলে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করছেন।

মার্কিন সংবাদমাধ্যমে গত কিছুদিন ধরে ‘আমেরিকাকে সরিয়ে চীনের নয়া পরাশক্তি হিসেবে উত্থানে‘ কথা প্রচার করা হচ্ছে।

চীন আফ্রিকার জিবুতিতে বর্হিবিশ্বে চীনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কানাঘুঁষা করছে।

গত ২১ জুলাই মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা কলোরাডো অঙ্গরাজ্যে অনুষ্ঠিত একটি নিরাপত্তা ফোরামে একমত প্রকাশ করেন যে, মার্কিন ‍যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হিসেবে অবস্থানকে চ্যালেঞ্জের করার চেষ্টা করছে চীন।

এ সম্পর্কিত আরও খবর