চলমান দাবদাহকে ‘দুর্যোগ’ ঘোষণা করল জাপান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-24 06:55:42

প্রতিদিন মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চলমান দাবদাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে চলা এই দাবদাহে কমপক্ষে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ‘মাত্রাতিরিক্ত গরম’ দেশের কয়েকটি স্থানে দেখা গেছে।

জরুরী বিভাগের কর্মকর্তা বলেন, ‘হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ হাজারের চেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের বেশিরভাগই বৃদ্ধ।’

আবহাওয়ার পূর্বাভাস বলেছে, চলমান দাবদাহ হ্রাস পাওয়ার কোন সম্ভাবনা আপাতত নেই।

সোমবার (২৩ জুলাই) জাপানের কুমাগায়া শহরের তাপমাত্রা ৪১.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। প্রথমবারের মত টোকিওর মধ্যাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জাপানের যেসব শহরে ৩৫ ডিগ্রী সেলসিয়াস ও তার চেয়ে বেশি তাপমাত্রা আছে সেসব শহরের তাপমাত্রা আগস্টের প্রথম দিক পর্যন্ত কমার কোন সম্ভাবনা নেই বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর

এ সম্পর্কিত আরও খবর