করোনায় আক্রান্ত ইরানের মেয়র!

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 08:03:06

বিশ্বব্যাপী দ্রুত বিস্তার পাচ্ছে করোনাভাইরাস (কভিড-১৯)। চীনের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ইরানের রাজধানী তেহরানের ডিস্ট্রিক্ট ১৩ এর মেয়র মুর্তজা রহমানজাদেহে। শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

রাষ্ট্রীয় টেলিভিশন তাদের প্রতিবেদনে জানায়, করোনার উপসর্গ নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন ডিস্ট্রিক্ট ১৩ এর মেয়র মুর্তজা রহমানজাদেহে। তবে এর কিছুক্ষণ পরেই ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ ডিস্ট্রিক্ট ১৩ এর সরকারি মুখপাত্রের বরাতে টুইট করে জানায়, মেয়র করোনায় আক্রান্ত নয়। তিনি এখন সুস্থ রয়েছেন।

ইরানে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৮ জনকে শনাক্ত করা গেছে। এর মধ্যে শুক্রবারেই ১৩ জনকে শনাক্ত করা হয়। এছাড়া করোনায় দেশটিতে মারা গেছে চারজন। এছাড়া ইরানের প্রতিটি শহরের করোনায় আক্রান্ত পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর