ফিলিপাইনের একটি বাৎসরিক গণবিয়ের অনুষ্ঠানে বর-কনেরাসহ সবাই মাস্ক পরেছেন। এ বছর এ অনুষ্ঠানে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মূলত চীনের উহান রাজ্যে প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এমন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিলিপাইনের ব্যাকলোদ শহরে সরকারি অর্থায়নে আয়োজিত এ গণবিয়ের অনুষ্ঠানে ২২০ জন যুগলের বিয়ে হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের মাঝের দিকে প্রথমে চীনের উহানে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে ২৯টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৪৬৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৮০০ জন।
এর মধ্যে চীনেই মারা গেছেন দুই হাজার ৪৪২ জন। সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৯৩৬ জন।