করোনা: ফিলিপাইনে গণবিয়েতে বর-কনেদের মুখে মেডিকেল মাস্ক

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 11:22:15

ফিলিপাইনের একটি বাৎসরিক গণবিয়ের অনুষ্ঠানে বর-কনেরাসহ সবাই মাস্ক পরেছেন। এ বছর এ অনুষ্ঠানে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 বর-কনেদের মুখে মেডিকেল মাস্ক, ছবি: বিবিসি

মূলত চীনের উহান রাজ্যে প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এমন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 বর-কনেদের মুখে মেডিকেল মাস্ক, ছবি: বিবিসি

ফিলিপাইনের ব্যাকলোদ শহরে সরকারি অর্থায়নে আয়োজিত এ গণবিয়ের অনুষ্ঠানে ২২০ জন যুগলের বিয়ে হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের মাঝের দিকে প্রথমে চীনের উহানে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়।

 বর-কনেসহ অনুষ্ঠানে আসা সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, ছবি: বিবিসি

পরে ২৯টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৪৬৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৮০০ জন।

 বর-কনেদের মুখে মেডিকেল মাস্ক, ছবি: বিবিসি

এর মধ্যে চীনেই মারা গেছেন দুই হাজার ৪৪২ জন। সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৯৩৬ জন।

 

এ সম্পর্কিত আরও খবর