২৫ বছর পর ভাই- বোনের দেখা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 19:56:10

২৫ বছর পর দুই ভাইয়ের সাথে দেখা হয়েছে এক বোনের। উম্মে আল কোওয়াইন পুলিশের সোশ্যাল সাপোর্ট সেন্টারের সহযোগিতায় এই পুনর্মিলনী হয়।

জানা গেছে, ৩০ বছরের বয়সী মহিলা এবং তার দুই ভাই একই বাবার সন্তান। তবে বাবা-মায়ের তালাকের পর তার ভাইয়েরা তাদের মায়ের সাথে চলে যায়। যখন তিনি তার পিতার কাছ থেকে তার ভাইদের সনাক্তকরণের নথিপত্র পেতে সাহায্যের জন্য পুলিশের কাছে পৌঁছে তখন মহিলার দুর্দশার বিষয়টি উম্মু আল কোওয়াইন পুলিশের সামাজিক সহায়তা কেন্দ্রের নজরে আসে।

সামাজিক সহায়তা কেন্দ্রের বিশেষজ্ঞ লক্ষ্য করে, ভাইদের ছবি দেখে মহিলাটি কান্না করে দিচ্ছিলো। বিশেষজ্ঞ যখন তাদের মধ্যে থাকা সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি দুঃখের সাথে জবাব দিয়েছিলেন যে তাদের সাথে তার এখনো দেখা হয়নি।

বিষয়টি জানার পরে পুলিশ মহিলাটির ভাইদের মায়ের সাথে যোগাযোগ করে। এবং ওই মহিলা ও তার ভাইদের সাথে দেখা করার প্রস্তাব দেয়। ভাইয়েদের মা প্রস্তাবটি গ্রহণ করেন।

অবশেষে পুলিশ সমস্ত ভাইবোনদের মধ্যে পারিবারিক পুনর্মিলনীর ব্যবস্থা করে। ২৫ বছর পর দুই ভাই ও এক বোনের স্মরণীয় দেখা হয়। এমন মানবিক কাজ ও ইউএই সমাজে পারিবারিক স্থিতিশীলতা বিস্তারের লক্ষ্যে উম্মে আল কোওয়াইনের এমন সামাজিক সহায়তা প্রদানের জন্য পরিবারটি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর