ভারত সফরে এসে তিনশ' কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সফরের দ্বিতীয় দিনে দুদেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করবে ভারত।
ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যৌথ বিবৃতি দেন। এসময় সামরিক সরঞ্জাম চুক্তির বিষয়ে জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট তার বিবৃতিতে বলেন, অ্যাপাচে ও এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টারসহ অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম কিনবে ভারত। এই যুদ্ধাস্ত্র বিশ্বে সেরা। এর মধ্য দিয়ে দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে।
একুশ শতকে ভারত-মার্কিন সম্পর্ককে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোদি বলেন, আমাদের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে আলোচনা চলছে।
হায়দরাবাদ হাউসে ট্রাম্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে উভয় নেতার মধ্যে প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, সন্ত্রাসবাদসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।