কলকাতায় অমিত শাহের সভায় 'গুলি করো' স্লোগান

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 09:56:40

দিল্লিতে নাগরিকত্ব আইন ও এনআরসির পক্ষে বিপক্ষকে ঘিরে যে সংঘর্ষ ছড়িয়েছে তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রোববার (১ মার্চ) বিকেলে কলকাতা সফরে এসে তিনি একথা বলেন। এদিন তার সমাবেশে দেখা যায় গেরুয়া পোশাক এবং বিজেপির পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন, 'দেশের সঙ্গে বিশ্বাসঘাতকদের গুলি করো'।

কলকাতার শহীদ মিনার ময়দানে বিজেপির জনসভায় ভাষণকালে অমিত শাহ বলেন, 'আমাদের লড়াই অনুপ্রবেশের বিরুদ্ধে। নাগরিকত্ব হরণের জন্য নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনটিকে ঠেকাতে 'সহিংসতা ছড়ানো' এবং 'ট্রেনে অগ্নিসংযোগ'র মদত দিচ্ছে।'

এসময় অমিত শাহর পক্ষে বিজেপির কর্মী-সমর্থকদের মিছিলে গুলি মারো স্লোগান দেওয়া হয়। এর আগে নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিশ্বাসঘাতক এবং জঙ্গি বলে মন্তব্য করেন বিজেপি নেতারা।

এ সম্পর্কিত আরও খবর