করোনাভাইরাসের কারণে ইতালি জুড়ে রেড অ্যালার্ট জারি করার দুদিন পরেই আজ (১২ মার্চ) রাতে দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে এক ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বৃহস্পতিবার থেকে ফার্মেসি, গ্রোসারি শপ, ব্যাংকসহ মৌলিক প্রয়োজনীয় বিষয় ছাড়া ইতালির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা আগামী ৩ এপ্রিল পর্যন্ত বলবৎ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতালি সবার আর তাই প্রতিটি নাগরিকের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে ফরসা ইতালিয়া।
উল্লেখ্য করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা যেন ইতালিতে দিন কে দিন বেড়েই চলছে। আজ বিগত সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ মারা গেছে সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে দিগুণ।
এদিকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সকল প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। সেই সঙ্গে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাহির না হওয়ারও আহ্বান জানান।