‘ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে বলে গাজায় যুদ্ধবিরতি হয়েছে’

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ইসরায়েল ও হামাসের যুদ্ধ বিরতির ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়ে এই কথ বলেন তিনি ।

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন, এই ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিটি নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের ফলস্বরূপ ঘটতে পারে। 

এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই চুক্তিতে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন ট্রাম্প। হামাস প্রাথমিক ৪২ দিনের পর্যায়ে গাজার অভ্যন্তরে প্রায় ১০০ জিম্মির মধ্যে ৩৩ জনকে মুক্তি দিয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প উইটকফকে ধন্যবাদ জানিয়ে গাজা আর কখনও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয় তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তার মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।