করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ বন্ধ করার ঘোষণা দিয়েছে নেপাল।
নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাউন এভারেস্টে আরোহণ বন্ধ থাকবে।
চীন ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রিত অংশ দিয়ে মাউন্ট এভারেস্টে আরোহণ বন্ধ ঘোষণা করেছে।
বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে জানায়, নেপাল প্রতিবছর চার মিলিয়ন ডলার পর্বতারোহন খাত থেকে আয় করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নারায়ণ প্রসাদ বিদারি জানান, আমরা ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত পর্যটন ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এভারেস্ট আরোহণের সকল অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়াও যেসব বিদেশিদের বাধ্য হয়ে নেপালে আসতে হবে তাদেরকে ১৪ দিনে কোয়রেন্টাইনে থাকতে হবে।
প্রতিবছর যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে অনেক পর্বতারোহী এভারেস্ট জয় করার জন্য মার্চ থেকে এপ্রিলের মধ্যে নেপাল আসেন। এই সময়টা এভারেস্ট অভিযানের উপযুক্ত সময়।
মাউন্ট এভারেস্টে আরোহণ বন্ধের এমন সিদ্ধান্তে পর্বত গাইড হিসাবে কাজ করা স্থানীয় শেরপাও ক্ষতিগ্রস্ত হবেন।
পাইনিয়ার অ্যাডভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক লকপা শেরপা বলেন, ‘আমার নয়জন চীনা ক্লায়েন্ট এবং একজন জাপানি ক্লায়েন্ট ইতিমধ্যে তাদের সফর বাতিল করেছে। কোনো ট্রেকিং দল আসছে না, যা আমাদের মতো শেরপাদের জন্য বড় ক্ষতির ব্যাপার হবে।