করোনাভাইরাসের (কভিড-১৯) আতঙ্কে ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্তৃপক্ষ থেকে এ ঘোষণা আসে। যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, করোনা আতঙ্কে স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
চলতি বছরের মে মাসে দেশটিতে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্বাচন সামনের বছর অনুষ্ঠিত হবে।