করোনাভাইরাস: কানাডায় সংসদ অধিবেশন স্থগিত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 16:39:17

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কানাডায় ২০ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, করোনা বিস্তার রোধে হাউস অফ কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে।

কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা টম, স্বাস্থ্যমন্ত্রী পট্টি হাজদু, উপ-প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড এবং পরিবহনমন্ত্রী মার্ক গার্নো এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, সংবাদ সম্মেলন এখনও চলছে। করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতির উদ্দেশে স্থানীয় সময় বেলা ১২টায় বক্তব্য রাখবেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর