ইতালিতে ফ্লাইট বন্ধ করল এমিরেটস

ইউরোপ, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 08:16:05

করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স এমিরেটস ইতালিতে সব ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইতালিতে করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। চীনের পরে ইউরোপের এই দেশটিতে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।

এখন পর্যন্ত ইতালিতে ১৭,৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে ১,২৬৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০৪৫ জন। এমিরেটস শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুবাই ও ইতালির মধ্যে এমিরেটস এয়ারলাইনের সর্বশেষ ফ্লাইটটি আজ (১৪ মার্চ) রোম থেকে পরিচালিত হবে। এর আগে ১২ মার্চ ভেনিস, ১৩ মার্চ মিলান এবং বালোনা থেকে এমিরেটসের সর্বশেষ ফ্লাইট উড্ডয়ন করেছে।

এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ মার্চ থেকে যুক্তরাষ্ট্রগামী সব যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। করোনাভাইরাসের কারণে একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এমিরেটস।

যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী সব যাত্রীদের ক্রমান্বয়ে থার্মাল স্ক্রিনিংয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এমিরেটসের।

এছাড়াও এমিরেটস নিজস্ব উদ্যোগে প্রতিদিন দুবাই থেকে উড্ডয়নকারী ২৪৮টি উড়োজাহাজের প্রতিটিতে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম জোরদার করেছে। এই লক্ষ্যে উচ্চমানের অধিক শক্তিশালী রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, যা বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস নিধনে কার্যকর বলে প্রমাণিত। সকল আসনের হেড রেস্ট কভার পরিবর্তন, পড়ার সামগ্রী প্রতিস্থাপন, ভ্যাকুয়াম ক্লিনিংসহ অন্যান্য নিয়মিত কার্যক্রমের অতিরিক্ত উড়োজাহাজের কেবিনের সকল এলাকা জীবাণুনাশক রাসায়নিকের সাহায্যে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।

কোনো ফ্লাইটে সন্দেহজনক করোনাভাইরাস আক্রান্ত যাত্রী পাওয়া গেলে উড়োজাহাজে অতিরিক্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যার মধ্যে রয়েছে সকল কেবিনে ডিফগিং, জীবাণুনাশকের সাহায্যে মিস্টিং, যাত্রীর নিকটবর্তী এলাকায় সকল সিট কভার, কুশন ইত্যাদির প্রতিস্থাপন। উড়োজাহাজে ব্যবহৃত জীবাণু প্রতিরোধী হেপা ফিল্টারের প্রতিস্থাপন এই কার্যক্রমের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ভ্রমণ তারিখ পরিবর্তন এবং রি-ইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় ফি তুলে নিয়েছে এমিরেটস। ৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত সকল টিকিটের ক্ষেত্রে ক্যানসেলেশন ও রিফান্ড ফি প্রত্যাহার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর