করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১০ জন। যার ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২১ এ পৌঁছাল।
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
দেশটির চিফ মেডিকেল অফিসার প্রফেসার ক্রিস জানান, মারা যাওয়া সবাই ঝুঁকিপূর্ণ গ্রুপের ছিল। মারা যাওয়া সবার বয়স ৬০ এর অধিক বলেও জানান তিনি।