স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের স্ত্রী করোনায় আক্রান্ত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:32:41

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের স্ত্রী বেগোনা গোমেজ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) স্পেন সরকারের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।

বিবৃতিতে স্পেন সরকার জানিয়েছে, বেগোনা গোমেজ কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করিয়েছেন। তার টেস্টে সংক্রমণ ধরা পড়েছে। পেদ্রো সানচেজ ও তার স্ত্রী গোমেজ মাদ্রিদের সরকারি বাসভবনে রয়েছেন। তারা দুইজনেই ভালো আছেন। গোমেজ চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে চলছেন।

এর আগে এ সপ্তাহের শুরুতে পেদ্রো সানচেসের দুই মন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। 

কয়েক দিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

 

এ সম্পর্কিত আরও খবর