করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল গোল্ডম্যান। রোববার (১৬ মার্চ) এক টুইট বার্তায় তিনি নিজেই এতথ্য নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় তিনি বলেন, 'আমি আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি। রিপোর্টে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে আমি সুস্থ আছি। সৌভাগ্যবশত এটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমার সাধারণ জ্বর আছে'।
ড্যানিয়েল গোল্ডম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি চলাকালীন গোয়েন্দা কমিটির পরামর্শদাতা ছিলেন। এবং অভিশংসন কার্যক্রমে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন।