মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলের সদস্য মারিও ডিয়াজ-বালার্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কংগ্রেস সদস্যদের মধ্যে ফ্লোরিডার মারিও ডিয়াজ-বালার্টই প্রথম করোনার রোগী।
করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১১৫। আর আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১৯। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তার জ্বর এবং মাথা ব্যথা হয়। তার কিছুক্ষণ আগেই তিনি জানতে পারেন যে তার কভিড-১৯ বা করোনাভাইরাস পাওয়া গেছে। ডিয়াজ-বালার্টের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডিয়াজ-বালার্ট এক বিবৃতিতে বলেছেন, অনেক ভালো বোধ করছি। তবে জনগণের উচিত করোনাভাইরাসের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর তা পুরো চীন ও বিশ্বের অন্তত ১৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৩৮৩ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৬৯৪ জন। যার বেশিরভাগই চীনের। এর পরেই ইতালির অবস্থান।