সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাদের দেহে কোভিড-১৯ বা করোনা ধরা পড়েছে, তারা সঙ্গরোধের (কোয়ারেন্টাইন) নির্দেশ অমান্য করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ইউএইয়ের জনগণ ১৪ দিনে সঙ্গরোধে থাকার নির্দেশ যাতে অমান্য না করেন, সে ব্যাপারে সতর্ক করেছেন সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি।
তিনি বলেছেন, সংক্রামক রোগ বিস্তার রোধে করা ২০১৪ সালের ১৪ নম্বর ফেডারেল আইন অনুযায়ী, সংক্রমিত কেউ ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ালে, তা দণ্ডনীয় অপরাধ। এর জন্য অপরাধের ধরন অনুযায়ী জেল ও জরিমানার বিধান রয়েছে।
এখানে এ পর্যন্ত ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ জন। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর তা পুরো চীন ও বিশ্বের অন্তত ১৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ২১৫ জন। যার বেশিরভাগই ইতালি, চীন ও ইরানের।