করোনায় নিউ জার্সিতে একই পরিবারের চারজনের মৃত্যু

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-11 05:57:51

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে করোনাভাইরাসে (কোভিড) আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বিবিসির খবরে বলা হয়েছে নিউ জার্সিতে গ্রেস ফুস্কো (৭৩) তার ছয় সন্তানসহ পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া পরিবারের অন্য সদস্যরা হলেন- গ্রেস ফুস্কোর সন্তান রিতা ফুস্কো জ্যাকসন, কারমিন ফুস্কো ও ভিনসেন্ট ফুস্কো।

শুক্রবার ৫৫ বছর বয়সী ক্যাথলিক স্কুলের শিক্ষক রিতা ফুস্কো-জ্যাকসন মারা যান। নিউ জার্সি অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা জুডিথ পার্সিচিল্লি মতে তার কোনও স্বাস্থ্যগত সমস্যা ছিলো না।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, কারমিন ফুস্কো বুধবার মারা যান, তার কয়েক ঘণ্টা পরে তার মা গ্রেস ফুস্কো মারা যান।

খবরে আরও বলা হয়েছে ওই অনুষ্ঠানে আরও প্রায় ২০ জন উপস্থিত ছিলেন এখন তাদের সবাইকে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে তাদের আরও কারো শরীরে করোনা আছে কি না।

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা যে কোনও ধরনের সামাজিক সমাবেশের বিরুদ্ধে সতর্ক করেছেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৭৩ জন মারা গেছে । এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি।

এ সম্পর্কিত আরও খবর