করোনা মোকাবিলায় ভারতকে ১০০ কোটি ডলার সহায়তা বিশ্ব ব্যাংকের

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:02:55

করোনা প্রাদুর্ভাব ঠেকাতে নাগরিকদের ঘরে থাকতে সপ্তাহখানেক আগে রাষ্ট্রজুড়ে লকডাউন আরোপ করে ভারত। এতে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই করোনা মোকাবিলায ভারতকে ১০০ কোটি ডলার আর্থিক সাহায্যের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংকের নির্বাহী পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্বব্যাংক বলছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের ২৫টি দেশকে ১৯০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। এর মধ্যে শুধু ভারতকে দেওয়া হচ্ছে ১০০ কোটি ডলার। এর মাধ্যমে স্ক্রিনিং, সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা, টেস্টিং কিট, পিপিই ক্রয় এবং নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজে সহায়ক হবে। এছাড়া ৪০টি দেশে জরুরি ভিত্তিতে নতুন কার্যক্রম শুরু করা হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, বিশ্বব্যাংক কোভিড-১৯ বিস্তার ঠেকাতে দ্রুত অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে। এরইমধ্যে ৬৫টিরও বেশি দেশে আমাদের স্বাস্থ্য প্রতিক্রিয়া কার্যক্রম এগিয়ে চলছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণে ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।

এ সম্পর্কিত আরও খবর