চীন থেকে আসা ৩০০ নতুন ভেন্টিলেটর বুঝে পেয়েছে ব্রিটেন। শীঘ্রই অ্যারোস্পেস, ইঞ্জিনিয়ারিং এবং ফর্মুলা ওয়ান টিমের সহায়তায় আরো ভেন্টিলেটর তৈরি শুরু হবে। শনিবার (৪ এপ্রিল) এ কথা জানিয়েছেন মন্ত্রীপরিষদের দপ্তর মন্ত্রী মাইকেল গভ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভ বলেন, ‘আমরা জার্মানী এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের কাছ থেকে ভেন্টিলেটর কিনছি। আজকে চীন থেকে ৩০০ ভেন্টিলেটর এসে পৌঁছেছে। এজন্য চীন সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি’।