এখনো করোনামুক্ত উত্তর কোরিয়া!

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 09:23:08

উত্তর কোরিয়া হাতে গোনা কয়েকটি দেশের একটি, যেখানে এখনো কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর একজন প্রতিনিধি রয়টার্সকে বলেন, এখানে করোনা পরীক্ষা চলছে এবং ৫শ’ এর বেশি মানুষকে সঙ্গরোধে রাখা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে সাপ্তাহিক আপডেট পাওয়া ডব্লিউএইচও জানায়, রাজধানী পিয়ংইয়ং এর জাতীয় রেফারেন্স গবেষণাগারে করোনাভাইরাস পরীক্ষা করার মতো সামর্থ্য ছিল।

ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার ডব্লিউএইচও প্রতিনিধি ড. এডউইন সালভাদর ইমেইলে জানান, ২ এপ্রিল পর্যন্ত ৭০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১১ জন বিদেশি এবং ৬৯৮ জন দেশের নাগরিক। কিন্তু তাদের মধ্যে ভাইরাস পাওয়া যায়নি। তবে ২ জন বিদেশিসহ মোট ৫০৯ জনকে সঙ্গরোধে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ৩১ ডিসেম্বর থেকে ২৪ হাজার ৮৪২ জনকে সঙ্গরোধ থেকে মুক্তি দেওয়া হয়েছে যার মধ্যে ৩৮০ জন বিদেশি নাগরিক ছিলেন।

ডব্লিউএইচও এর ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চল মিলিয়ে বর্তমানে প্রায় ১৩ লাখ মানুষ করোনা আক্রান্ত এবং ৭২ হাজার ৬১৪ জন মারা গেছেন। উত্তর কোরিয়া, লেসোথো, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইয়েমেন এখনো করোনামুক্ত।

তবে কিছু আন্তর্জাতিক অনেক বিশ্লেষক উত্তর কোরিয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ এর চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।

জেনেভায় জাতিসংঘের মিশনে থাকা একজন কোরিয়ান কূটনৈতিক রয়টার্সকে বলেন, ‘আমরা লকডাউনে আছি এবং ভাইরাসের বিস্তারের ব্যাপারে ভীষণ সতর্ক।’

এ সম্পর্কিত আরও খবর