ভিসা নিষেধাজ্ঞা জারি করতে পারে ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 09:59:46

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত যাওয়া ব্যক্তিদের গ্রহণ না করলে বা অযৌক্তিক কারণে দেরি করলে যুক্তরাষ্ট্র সরকার সেই দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করতে পারে। শুক্রবার (১০ এপ্রিল) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন।

অভিবাসনে নিষেধাজ্ঞা জারিকে ট্রাম্প যেন তার প্রশাসনের প্রধান লক্ষ্য বানিয়ে ফেলেছে।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেওয়া এক স্মারকলিপিতে ট্রাম্প চলমান মহামারির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

যদি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নিশ্চিত করে, কোন দেশ ফেরত যাওয়া ব্যক্তিদের গ্রহণ করছে না বা মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করছে তাহলে পম্পেওকে অবশ্যই সাত দিনের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ট্রাম্প সরকার ২১ মার্চ থেকে নতুন সীমান্ত আইন বাস্তবায়ন করেছে। সেই আইন অনুযায়ী, নির্দিষ্ট অভিবাসন প্রক্রিয়া ছাড়াই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কাউকে দ্রুত দেশ থেকে বের করে দিতে পারবে। এই সপ্তাহে রয়টার্সে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, নতুন আইন জারির পর যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্মকর্তারা প্রায় ৭ হাজার প্রবাসীকে মেক্সিকোতে বিতাড়িত করেছে। 

এ সম্পর্কিত আরও খবর