চীনের প্রযুক্তি কেনা ঠেকাতে আরো সচেষ্ট হবে পশ্চিম

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 03:35:52

ব্রিটিশ সেমিকন্ডাকটর চিপ ডিজাইনার ইমাজিনেশন টেকনোলজিসহ চীনের কৌশলগত প্রযুক্তি কেনা ঠেকাতে পশ্চিমাদের আরো সচেষ্ট হতে হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্রিটিশ ফরেন ইনটেলিজেন্স সার্ভিসের সাবেক প্রধান রয়টার্সকে একথা জানিয়েছেন।

ব্রিটিশ আইন প্রণেতারা বলেন, ইমাজিনেশন টেকনোলজির চীনে স্থানান্তর বন্ধ করতে এই কোম্পানির জন্য নতুন পশ্চিমা ক্রেতা খোঁজাসহ ব্রিটিশ সরকারের সব রকম চেষ্টা করতে হবে।

ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এমআই-৬ এর সাবেক প্রধান জন সয়্যার মনে করেন, চীন বিশ্বব্যাপী তাদের প্রবৃদ্ধি বাড়াতে চাইছে। অবশ্য এটি এখনো একসময়কার সোভিয়েত ইউনিয়নের মত হুমকি হয়ে ওঠেনি।

তিনি আরো বলেন, ‘চাইনিজ কোম্পানিগুলোর পশ্চিমা প্রযুক্তি কেনা বন্ধ করতে আমাদের আরো তৎপর হতে হবে’।

এআরএম হোল্ডিং এর বড় প্রতিদ্বন্দ্বী ইমাজিনেশন টেকনোলজি ব্রিটেনের প্রযুক্তির মুকুটে এক উজ্জ্বল নক্ষত্র ছিল যা ২০১৭ সালে ব্যক্তিমালিকানাধীন ইকুইটি ফার্ম ক্যানিয়ন ব্রিজ কিনে নেয়। ক্যানিয়ন ব্রিজের পৃষ্ঠপোষকতা করে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চীন রিফর্ম হোল্ডিংস।

এ সম্পর্কিত আরও খবর