মন্দা কাটাতে বাণিজ্য বৃদ্ধির পরামর্শ বিশ্বব্যাংকের

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 06:19:32

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটাতে বিশ্বের সব দেশকে বাণিজ্য বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।

একই সঙ্গে মহামারির কালে বিভিন্ন দেশে খাদ্যসামগ্রী মজুত করে রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ বিবৃতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

মহামারির ফলে বাণিজ্যে রক্ষণশীলতা বাড়বে না বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন তিনি।

ডেভিড মালপাস আরও বলেন, অর্থনৈতিক মন্দা কাটাতে দেশগুলোকে আরো অধিক বাণিজ্যের অনুমোদন দিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর